মাগুরা প্রতিনিধি : মাগুরায় ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় নোমানী ময়দান থেকে বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ শেষে কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়। 

এ সময় র‌্যলিতে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি, জেলা প্রশাসক আতিকুর রহমান, পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সিভিল সার্জন ডাক্তার মুন্সী মোহাম্মদ ছাদ উল্লাহ।

এছাড়া র‌্যালিতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী স্কুল, কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। এবারের মেলায় ১১০টি স্টল স্থান পেয়েছে। অন্যদিকে শালিখা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকাল ১০টায় এক বর্ণাঢ্য র‌্যালীবের করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী মজুমদারের নেতৃত্বে র‌্যালীটি সমগ্র আড়পাড়া বাজার প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

এ সময় শালিখা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যড. শ্যামল কুমার দে, ওসি মোঃ তরীকুল ইসলাম সহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী স্কুল, কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। এ মেলায় ৪০টি স্টল স্থান পেয়েছে।

(ডিসি/এসপি/অক্টোবর ০৪, ২০১৮)