গাইবান্ধা প্রতিনিধি : ‘উন্নয়নের অগ্রযাত্রায় অদম্য বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে ৪ হতে অক্টোবর তিন দিনব্যাপী ৪ র্থ জাতীয় উন্নয়ন মেলা শুরু হয়েছে।

বৃস্পতিবার সকালে একযোগে সারাদেশব্যাপী এ মেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে এ মেলা উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় উন্নয়ন মেলার উপলক্ষের্ র্যালীতে এসময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সদস্য এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি, উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেন, উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি সাবেক এমপি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান কোহিনুর আক্তার বানু, থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আলম, জাসদ সভাপতি নুরুজ্জামান প্রধান, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আলী রেজা মোস্তফা গোলাপ, যুগ্ন সাধারণ সম্পাদক ও যুবলীগ সভাপতি আজাদুল ইসলাম, পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক দিলীপ চন্দ্র সাহা ছাড়াও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে সারাদেশে একযোগে মেলা উদ্বোধনের অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়।

সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের ৫৫ টি স্টল নিয়ে তাদের কার্যক্রম প্রদর্শন করেন।

(এসআইআর/এসপি/অক্টোবর ০৪, ২০১৮)