গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা-৩ (পলাশবাড়ি-সাদুল্যাপুর) আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ব্যারিস্টার দিলারা খন্দকার শিল্পী আসন্ন নির্বাচন উপলক্ষে ব্যাপক গণজনসংযোগ শুরু করেছেন। সেইসাথে তিনি সাংগঠনিক তৎপরতাও অব্যাহত রেখেছেন। সাদুল্যাপুর উপজেলার ১১টি এবং পলাশবাড়ির ৯টিসহ মোট ২০টি ইউনিয়নে ইতিমধ্যে ওই সংসদীয় আসনের ১৩০টি ভোট কেন্দ্র ভিত্তিক কমিটি গঠনের কাজও সম্পন্ন করেছেন তিনি। এসব গণসংযোগের সময় নারী-পুরুষ ভোটাররা তার প্রতি সমর্থন ব্যক্ত করে দোয়া করেন।

নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে প্রতিদিন গণজনসংযোগ কর্মসূচীর সময় তিনি বিভিন্ন পয়েন্টে পথসভাতেও অংশ নিচ্ছেন। গত দু’দিনে সাদুল্যাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ও দামোদরপুর ইউনিয়ন এবং পলাশবাড়ির মনোহরপুর ইউনিয়ন ও হরিনাথপুর ইউনিয়নে তিনি জনসংযোগ করেন।

এসময় তিনি বিভিন্ন পয়েন্টে পথসভাগুলোতে বক্তব্য রাখেন। এসব কর্মসূচীতে পলাশবাড়ি জাতীয় পার্টির সভাপতি রফিকুল ইসলাম বিএসসি, সহ-সভাপতি মোহাম্মদ আলী মন্ডল, সাংগঠনিক সম্পাদক বজলুল করিম প্রধান, সাদুল্যাপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আশরাফুল ইসলাম হীরু, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সাংগঠনিক সম্পাদক সাদিকুল ইসলাম সাদেকসহ অঙ্গ সংগঠন ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সম্প্রতি জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদ গাইবান্ধার পলাশবাড়ি উপজেলা সদরে তিনি স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ব্যারিস্টার দিলারা খন্দকার শিল্পী গাইবান্ধা-৩ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী। জাতীয় পার্টি মহাজোটে শরিক হলে শিল্পী এ আসন থেকে জোটের প্রার্থী হবেন তিনি বলে গ্রিন সিগন্যাল দেন।

ব্যারিস্টার দিলারা খন্দকার শিল্পী জানান, পার্টি চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ গাইবান্ধা-৩ আসনে প্রার্থীতা ঘোষণা দিয়ে তাঁর মনোনয়ন নিশ্চিত করেছেন। এই আসনটি বরাবরই জাতীয় পার্টির ছিল। এ এলাকার মানুষ জাতীয় পার্টি এবং হুসেইন মুহাম্মদ এরশাদকে ভালোবাসেন। সুতরাং আগামী একাদশ সংসদ নির্বাচনেও এ আসনটি পার্টি চেয়ারম্যানকে উপহার দিতে পারবো বলে আমি বিশ্বাস করি। এজন্য দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে।

(এসআইআর/এসপি/অক্টোবর ০৪, ২০১৮)