নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি : আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সভাপতি ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের জোয়ারে ভাসছে। তাই এ উন্নয়নকে অব্যহত রাখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকায় ভোট দিন। 

বৃহস্পতিবার সকালে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দায় উন্নয়ন মেলা উদ্বোধনী বক্তব্যেতিনি এ কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনার ভিশন - ২০৪১ সালের মধ্যে দেশকে বিশ্বের উন্নত দেশের কাতারে পৌঁছে দিবে। উপজেলা পরিষদ চত্বরে এ উন্নয়ন মেলার আয়োজন করেছেন উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ।

উন্নয়ন মেলার উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বদরুদ্দোজা শুভ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি ও তার পুত্র শাহদাব আকবর লাবু চৌধুরী, সিনিয়র সহকারী পুলিশ সুপার এফএম মহিউদ্দিন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরদার মনিরুজ্জামান, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, পৌর মেয়র রায়হান উদ্দিন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক আরিফুর রহমান পথিক, জেলা পরিষদের সদস্য খন্দকার জাকির হেসেন নিলু, ইউপি চেয়ারম্যান কাজী আবুল কালাম, মিজানুর রহমান, কবির হোসেন ঠান্ডু প্রমুখ।

উদ্বোধন শেষে সংসদ উপনেতা মেলায় অবস্থিত ৪০ টি স্টল পরিদর্শন করেন।

(বি/এসপি/অক্টোবর ০৪, ২০১৮)