স্পোর্টস ডেস্ক, ঢাকা : পাকিস্তানের ক্রিকেটে আবারো তোলপাড় শুরু হয়েছে। পাকিস্তানি এক অল্পবয়সি মহিলা ক্রিকেটারের রহস্যজনক মৃত্যুতে ফিরল বব উলমারের স্মৃতি।

জামাইকার একটি হোটেল থেকে ২০০৭ বিশ্বকাপ চলাকালিন সময় উলমারের মৃতদেহ উদ্ধার হয়েছিল। তেমনই হালিমা রফিক নামে ১৭ বছরের মহিলা পাক ক্রিকেটারের দেহ মিলল মুলতানে। এই হালিমা কিছুদিন আগেই চাঞ্চল্যকর এক অভিযোগ এনেছিলেন।

মহিলা খেলোয়াড়দের যৌন হেনস্থা করতেন মুলতান ক্রিকেট ক্লাব-এর কিছু কর্মকর্তা। এমনটাই অভিযোগ করছিলেন মৃত এই মহিলা ক্রিকেটার। দলে সুযোগ পেতে হলে ওই ক্রিকেট ক্লাবের কর্তাদের সঙ্গে অনৈতিক কাজ করতে হত বলে পাক ক্রিকেট বোর্ডের কাছে অভিযোগও জানিয়েছিলেন হালিমা। কিন্তু হালিমা অভিযোগ জানালেও বিষয়টিকে পাত্তাই দেয়নি পিসিবি। উল্টে মুলতান ক্রিকেট ক্লাব হালিমার বিরুদ্ধে পাল্টা ক্ষতিপূরণের মামলা করে।

হালিমার পরিবারের অভিযোগ করে বলেছে, প্রচন্ড মানসিক হতাশায় বিষ খেয়ে আত্মহত্যা করেছে সে।

(ওএস/পি/জুলাই ১৭, ২০১৪)