তথ্যপ্রযুক্তি ডেস্ক : চার ক্যামেরার মোবাইল ফোন আনতে যাচ্ছে স্যামসাং। এর আগে ২০১৮ তেই বাজারে উন্মুক্ত হওয়া স্যামসাংয়ের গ্যালাক্সি এ৭ মডেলের মোবাইলে তিনটি ক্যামেরা ছিল। তবে এবার ৪ ক্যামেরার মোবাইল এনে আশ্চর্য সৃষ্টি করেছে দক্ষিণ কোরিয়ার এই টেকনোলোজি জায়ান্ট। নতুন এই মডেলটির নাম হবে ‘স্যামসাং গ্যালাক্সি এ৯ স্টার প্রো’ সংক্ষেপে ‘স্যামসাং গ্যালাক্সি এ৯ এস।

সম্প্রতি প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন ওয়েবসাইটে নতুন এই ফোন নিয়ে তৈরি হয়েছে নানা গুঞ্জন। নতুন এই ফোনটিতে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসর। ফোনটি হবে ৬ জিবি র‍্যামের এবং ইন্টারনাল মেমরি হবে ১২৮ জিবি। অবশ্য মেমরি কার্ড ব্যবহার করে আরও ৫১২ জিবি স্টোরেজ বাড়ানো যাবে।

এবার আসা যাক যে ক্যামেরা নিয়ে এত হৈ চৈ সেটি নিয়ে। ফোনটির প্রাইমারি ৪টি ক্যামেরায় থাকবে যথাক্রমে ২৪, ৫, ৮ এবং ১০ মেগা পিক্সেল ক্যামেরা। প্রথমটির অ্যাপারচার হবে এফ/১.৭ পরেরটি এফ/২.২, তৃতীয়টি এফ/২.৪ এবং চতুর্থ ক্যামেরার অ্যাপারচার হবে ২ গুণ অপটিক্যাল জুমসহ এফ/২.৪ লেন্স। আর মোবাইল ফোনটির ব্যাটারি হবে ৩,৭২০ মিলি অ্যাম্পিয়ার।

আশা করা হচ্ছে খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে মোবাইল ফোনটি সম্পর্কে ঘোষণা দেয়া হবে।

(ওএস/এসপি/অক্টোবর ০৫, ২০১৮)