রূপক মুখার্জি, নড়াইল : বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার হর্ষ বর্ধন শিংলা নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনার দৌলতপুর গ্রামে রোববার (৭ অক্টোবর) আসছেন। এ দিন বিকালে তিনি ইতনায় একটি নব নির্মিত মন্দির উদ্বোধন ও ধর্মীয় আলোচনা সভায় অংশগ্রহণ করবেন।

জানা গেছে, উপজেলার ইতনা ইউপি’র দৌলতপুর গ্রামে ভারত সরকারের অর্থায়নে ঐতিহ্যবাহী সাহা বাড়িতে দশ অবতার ও মনসা মন্দির নির্মাণ করা হয়েছে। মন্দিরটি ৬০ ফুট উচ্চতা ও ৩ হাজার স্কয়ার ফুট চওড়া। মন্দিরটি নির্মান করতে প্রায় দেড় বছর সময় লেগেছে।

সাহা বাড়ির প্রাণপুরুষ সমেন সাহা জানিয়েছেন, উদ্বোধন শেষে ধর্মীয় আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন খুলনা ইসকনের অধ্যাপক ড. তপো চৈতন্য গোস্বামী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিম বাংলার বিধায়ক অরুন হালদার সহ অন্যান্য অতিথিবৃন্দ। মন্দির উদ্ভোধন উপলক্ষে ইতনার দৌলতপুর গ্রামে আনন্দ মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

(আরএম/এসপি/অক্টোবর ০৫, ২০১৮)