নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে উন্নয়ন মেলার শেষ দিন শনিবার সকাল থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভিড় জমেছে। মেলায় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কার্যক্রম দেখে মুগ্ধ স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। আগত দর্শনার্থীদের সামনে নিজেদের কার্যক্রম তুলে ধরতে পেরে খুশি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ।

নোয়াখালী জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত তিনদিন ব্যাপী উন্নয়ন মেলায় ৮৫টি স্টলে সরকারি বিভিন্ন দপ্তর তাদের কার্যক্রম তুলে ধরছে। মেলার প্রতিদিনের আয়োজনের মধ্যে রয়েছে আলোচনা সভা, উন্নয়ন সংলাপ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এলজিইডি নির্বাহী প্রকৌশলী এম এ ছাত্তার জানান , সরকারের এসডিজি অর্জনের ১৭টি লক্ষ্যের মধ্যে ১০টি লক্ষ্য নিয়ে আমরা সরাসরি কাজ করছি। সেই কাজ গুলি জনগনের মাঝে লিফলেট ও মডেল তৈরী করে মেলায় আসা দর্শনার্থীদের অবহিত করছি।

(আইইউএস/এসপি/অক্টোবর ০৬, ২০১৮)