গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ এই কর্মসূচির আওতায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের চল্লিশা কাউরাট গ্রামে শনিবার (৬ অক্টোবর) বিদ্যুৎ সংযোগ উদ্বোধনের মাধ্যমে ৮৮টি ঘর বিদ্যুতের আলোতে আলোকিত করা হলো।

প্রধান অতিথি হিসেবে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য নাজিম উদ্দিন আহামেদ। চল্লিশা কাউরাট মসজিদ মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এড. গোলাম মেস্তফার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হেলাল উদ্দিন আহাম্মদ, সাধারণ সম্পাদক বিধূ ভূষণ দাস, যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, দপ্তর সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর এজিএম মোজাহিদুল ইসলাম, সুশান্ত রায় তপন, আবু সাঈদ প্রমুখ। পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর এই কর্মসূচির আওতায় চল্লিশা কাউরাট গ্রামে ২ কিলোমিটার সঞ্চালন লাইন নির্মাণ ও ৮৮জন গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়।

(এসআইএম/এসপি/অক্টোবর ০৬, ২০১৮)