স্পোর্টস ডেস্ক, ঢাকা : স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদ বিশ্বের শীর্ষ ধনী ক্লাব হিসেবে নির্বাচিত হয়েছে। ফোর্বসের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ফোর্বস জানিয়েছে, রিয়াল মাদ্রিদের মোট সম্পদের পরিমাণ ৩.৪৪ বিলিয়ন মার্কিন ডলার। পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো, গেরেথ বেলের মতো তারকা খেলোয়ড়রা রয়েছেন এই ক্লাবে। গত মে মাসে স্প্যানিশ ক্লাবটি জিতেছে চ্যাম্পিয়ন লিগ।

রিয়ালের পরই দ্বিতীয় রয়েছে আরেক স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। মেসি ও নেইমারদের ক্লাবটি সম্প্রতি দলে নিয়েছে উরুগুয়ের তারকা খেলোয়াড় লুই সুয়ারেজকে। কাতালানদের মোট সম্পদের পরিমাণ ৩.২ বিলিয়ন মার্কিন ডলার। এ ছাড়া ২.৮১ বিলিয়ন মার্কিন ডলার নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। মূলত স্টক শেয়ার, ঋণ ও স্টেডিয়ামের লেনদেনের ওপর ভিত্তি করেই ক্লাবের সম্পদের পরিমাণ নির্ণয় করেছে ফোর্বস।

এদিকে নিউইয়র্কের বেসবল টিম এমএলবি চতুর্থ (সম্পদ ২.৫ বিলিয়ন মার্কিন ডলার) ও পঞ্চম স্থানে রয়েছে এনএফএল আমেরিকান ফুটবল টিম ডালাস কাউবয়েস (সম্পদ ২.৩ বিলিয়ন মার্কিন ডলার)।

(ওএস/পি/জুলাই ১৭, ২০১৪)