স্পোর্টস ডেস্ক, ঢাকা : এখন টক অব দ্যা ওয়ার্ল্ড জার্মানির ফরোয়ার্ড মারিও গোৎজে। বিস্ময়কর বালক জার্মানিকে চতুর্থবারের মতো শিরোপা এনে দিয়েছেন। স্বপ্ন ভেঙ্গেছে আর্জেন্টিনার।

গোৎজেকে নিয়ে আলোচনা সব খানেকই। এবার ছোট ভাই ফেলিক্স গোৎজেকে নিজ ক্লাবে যোগদান করিয়ে আলোচিত হলেন মারিও গোৎজে। গত মৌসুমে বরুসিয়া ডর্টমুন্ড ছেড়ে স্বদেশি প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখে যোগ দেন জার্মানির তারকা ফরোয়ার্ড মারিও গোৎজে। এবার ছোট ভাই ফেলিক্স গোৎজেকেও বায়ার্ন মিউনিখে নিয়ে এলেন তিনি। ১৬ বছরের ফেলিক্স বায়ার্ন মিউনিখের যুব দলের হয়ে খেলবেন।

বায়ার্নের যুব দলের হেড কোচ মাইকেল টারনাট জার্মানির বিল্ড স্পোর্টসকে বলেন, ‘অনূর্ধ্ব-১৭ দলে তাকে (ফেলিক্স) নিয়ে আলাদা পরিকল্পনা রয়েছে আমাদের। মারিওর মতো ফ্রেলিক্সও যথেষ্ট প্রতিভাবান। আশা করছি ক্লাবের হয়ে সে অনেক বছর খেলতে পারবে।’

(ওএস/পি/জুলাই ১৭, ২০১৪)