গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সর্বত্রই ডায়রিয়া রোগের ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

গত কয়েকদিন থেকে উপজেলার বিভিন্ন স্থানে ডায়রিয়া রোগের প্রাদুর্ভাব দেখা দেয়ায় শিশু, বয়:বৃদ্ধা এমনকি যুবক-যুবতীরাও এ রোগে আক্রান্ত হচ্ছে। অনেকেই কমিউনিটি ক্লিনিক ও গ্রাম ডাক্তারের চিকিৎসা নিচ্ছে। এ রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন ৭/৮ জন রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হচ্ছে।

এ নিয়ে উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. অজেদ আলীর সাথে কথা হলে তিনি জানান, বৈরি আবহাওয়ার কারণে এ রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তবে চিকিৎসা দেয়ার মত পর্যাপ্ত ঔষধপত্র কমিউনিটি ক্লিনিকসহ স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

(এসআরডি/এসপি/অক্টোবর ০৭, ২০১৮)