গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপায় সাত জেলেকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। 

শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোজাম্মেল হকের নেতৃত্বে পুলিশের একটি টিম আগুনমুখা ও বুড়াগৌরাঙ্গ নদী থেকে মাছ ধরার সময় দশ হাজার মিটার কারেন্ট জাল সহ এদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- উপজেলার চরকাজল গ্রামের মো.সামসুল হাওলাদারের ছেলে মো. রেজাউল হাওলাদার, মো. হাচোন আলীর ছেলে মো. শাহীন, মো. আবুল হোসেনের ছেলে মো. মাহাবুব, মো. দলিল উদ্দিন মোল্লার ছেলে মো. জাহাঙ্গীর মোল্লা, মো.জব্বার হাওলাদারের ছেলে মো. রাকিব, আ. রব মোল্লার ছেলে মো. সবুজ, আহম্মেদ হাওলাদারের ছেলে মো.মোর্শেদ। রবিবার সকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সুহৃদ সালেহীন সাত জেলের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করেন।

(এসডি/এসপি/অক্টোবর ০৭, ২০১৮)