স্টাফ রিপোর্টার : চাঁদপুর ও কুড়িগ্রামে আগের জেলা প্রশাসকই (ডিসি) বহাল থাকছেন। একই সঙ্গে ডিসি হিসেবে বদলির আদেশাধীন দুই কর্মকর্তার জেলা পরিবর্তন করা হয়েছে।

রবিবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর চাঁদপুর, কুড়িগ্রাম, জয়পুরহাট, ঠাকুরগাঁওসহ একযোগে ১০ জেলায় নতুন ডিসি নিয়োগ দেয় সরকার।

ওইদিন চাঁদপুরের ডিসি মো. মাজেদুর রহমান খানকে জীবন বীমা কর্পোরেশনের জিএম এবং কুড়িগ্রামের ডিসি মোছা. সুলতানা পারভিনকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব পদে বদলি করা হয়। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় সেই আদেশ বাতিল করায় তারা ফের ডিসি পদে বহাল হলেন।

একই সঙ্গে ভূমিমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ জাকির হোসেনকে কুড়িগ্রাম, স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব এম কামরুজ্জামান সেলিমকে চাঁদপুর, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক অতুল সরকারকে জয়পুরহাট এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব কাজী আবেদ হোসেনকে ঠাকুরগাঁয়ের ডিসি নিয়োগ দেয়া হয়েছিল। সেই আদেশটিও রোববার বাতিল করা হয়।

রবিবার নতুন করে ভূমিমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ জাকির হোসেনকে জয়পুরহাট এবং স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব এম কামরুজ্জামান সেলিমকে ঠাকুরগাঁওয়ের ডিসি নিয়োগ দেয়া হয়েছে।

(ওএস/এসপি/অক্টোবর ০৭, ২০১৮)