নিউজ ডেস্ক : বিএনপি না এলে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন থেমে থাকবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। বলেছেন, ‘বাংলাদেশে আরও ৫৪টি রাজনৈতিক দল রয়েছে। বিএনপি না এলে নির্বাচন থেমে থাকবে না।’

রবিবার দুপুরে মাগুরা জেলা পরিষদের নতুন অডিটোরিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে গনমাধ্যমের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।

নির্বাচনকালীন সরকারের কোনও বিধান সংবিধানে নেই উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘তবে প্রধানমন্ত্রী চাইলে নির্বাচনকালীন সময়ের সরকার ব্যবস্থায় কিছু পরিবর্তন আনতে পারেন।’

বিএনপি নেতারা দলের নেত্রীর যে নিঃশর্ত মুক্তি দাবী করছেন সে ব্যাপারে মন্ত্রী বলেন, ‘এতে তো সরকারের কোনও এখতিয়ার নেই। জেল দিয়েছে আদালত। তাকে (খালেদা) মুক্তির জন্য আদালতে আপিল করতে হবে। আর নয়তো রাষ্ট্রপতির কাছে অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করতে হবে।’

‘আওয়ামী লীগের কোনও দায় পড়েনি তাদের (বিএনপি) সব অযৌক্তিক দাবিদাওয়া মেনে নিয়ে হাতে-পায়ে ধরে নির্বাচনে আনতে হবে।’

মন্ত্রী আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছেন। ২০২১ সালের মধ্যে দেশ মধ্যম আয়ের দেশ থেকে উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে যাবে। সরকারের উন্নয়নে জনগণের ব্যাপক সাড়া রয়েছে।’

অনুষ্ঠানে শতাধিক দুঃস্থ মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক ও নগদ অর্থ, ১০০ গরিব ও মেধাবী শিক্ষার্থীর মাঝে উপবৃত্তি, ৮৭ জন দুঃস্থ ও কর্মক্ষম মহিলাদের সেলাই মেশিন বিতরণ, দুঃস্থ খেলোয়াড়দের মধ্যে নগদ অর্থ ও ক্রীড়াসামগ্রী বিতরণ করেন মন্ত্রী।

এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড.বীরেন শিকদার, সংসদ সদস্য এটিএম আব্দুল ওয়াহহাব, কৃষকলীগের সহ-সভাপতি ও দৈনিক ঢাকাটাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন, প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব সাইফুজ্জামান শিখর, মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু, জেলা প্রশাসক আতিকুর রহমান, পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান, মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খান, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, মাগুরা পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে বিকালে শেখ কামাল ইনডোর স্টেডিয়াম চত্বরে মাগুরা জেলা আওয়ামীলীগ আয়োজিত কর্মী সভায় অংশ নেন স্থানীয় সরকার মন্ত্রী।

(ওএস/এসপি/অক্টোবর ০৭, ২০১৮)