কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে বাল্য বিবাহ দেয়ার চেষ্টায় সাহাব উদ্দিন (৪০) নামে মেয়ের পিতার কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। 

আজ রবিবার (০৭ অক্টোবর) দুপুর ২টার দিকে এ কারাদন্ড প্রদান করেন দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, উপজেলার মথুরাপুর গ্রামের সাহাব উদ্দিন তার কিশোরী মেয়ে সম্পা খাতুন (১৫) এর জন্ম নিবন্ধন জাল করে বিবাহ দিচ্ছিলেন।

বাল্য বিবাহের খবর পেয়ে দৌলতপুর মহিলা বিষয়ক কর্মকর্তা রুবি আক্তারের নেতৃত্বে দৌলতপুর থানা পুলিশ মথুরাপুর গ্রামে অভিযান চালিয়ে বাল্য বিবাহ বন্ধ করেন এবং মেয়ের পিতা সাহাব উদ্দিনকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম উপস্থিত স্বাক্ষীদের স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা এবং দন্ড বিধি ১৮৮ ধারা সরকারী আদেশ অমান্য করার অপরাধে সাহাব উদ্দিনকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দন্ডিত সাহাব উদ্দিন উক্ত গ্রামের মৃত নকিম উদ্দিন মালিথার ছেলে।

(কেকে/এসপি/অক্টোবর ০৭, ২০১৮)