আমতলী (বরগুনা) প্রতিনিধি : আমতলীর পায়রা নদীতে অভিযান চালিয়ে রবিবার রাতে সাড়ে ৫ লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট ও চরগড়া জাল এবং ২০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।

আমতলী উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, মা ইলিশ রক্ষা অবরোধের প্রথম দিনে রবিবার রাত ১টার সময় আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সরোয়ার হোসেন এর নির্দেশে মৎস্য বিভাগ পুলিশের সহযোগিতায় সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম পায়রা নদীর গুলিশাখালী, ডালাচারা, আয়লা ও আঙ্গুল কাটা নামক স্থান অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৫ লঅখ টাকা মূল্যের সাড়ে ১০ হাজার মিটার সরকার নিষিদ্ধ অবৈধ কারেন্ট ও ছোট ফাসের চর গড়া জাল ও ২০ কেজি জাল জব্দ করে। আটক জাল পুরিয়ে ফেলা হয় এবং মাছ এতিম খানায় বিতরণ করা হয়।

আমতলী উপজেলঅ নির্বাহী কর্মকর্তা মোঃ সরোয়ার হোসেন জানান, অবরোধ চলাকালীন সময় মা ইলিশ রক্ষায় পায়রা নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। যাতে কোন জেলে নদীতে অবৈধ ভাবে মা ইলিশ ধরতে না পারে সে দিকে জোর নজরদারি রাখা হবে।

(এন/এসপি/অক্টোবর ০৭, ২০১৮)