আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে জমিজমা ও বাড়ীর আইল সীমানার প্রাচীর নিয়ে বিরোধকে কেন্দ্র করে ২ নারীকে পিটিয়ে আহত করেছেন প্রতিপক্ষ । এ ঘটনায় আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ৯ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন আহত তানজিলা বেগম (২৭)।

মামলা সূত্রে জানা যায়,পৌরসভার ১ নং ওয়ার্ডের প্রবাসী লিটন মাদবরের স্ত্রী তানজিলা বেগমের সাথে প্রতিবেশি আবু জাফর খলিফা গংদের সাথে বাড়ীর আইলসিমানা ও জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল । ঘটনার দিন বৃহস্পতিবার সকালে আবু জাফর খলিফা, সেলিম মুসুল্লি গংরা ও তাদের সাথে থাকা একদল সন্ত্রাসী তানজিলা বেগমের বাড়ীর সীমানা প্রাচীর ভেঙ্গে গুড়িয়ে দেয় এবং ঘরে প্রবেশ করে তানজিলা (২৭)কে বেদম মারধোর করেন। এসময় তানজিলার ননদ বিউটি বেগম বাধা দিতে এলে তাকেও বেদড়ক পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় সন্ত্রাসীরা তানজিলার ঘরে থাকা আলমিরা ভেঙ্গে নগদ পাঁচ লক্ষ টাকা ও তিন লক্ষ ৫০ হাজার টাকার স্বর্নলংকার লুট করে নিয়ে যায় ।

এ বিষয় অভিযুক্ত আবু জাফরের কাছে জানতে চাইলে তিনি সীমানা প্রাচীর ভাংচুরের করার কথা স্বীকার করে বলেন, আমার জমিতে সীমানা প্রাচীর আমি ভেঙ্গেছি। এ ঘটনায় ৭ অক্টোবর রবিবার আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা হয়েছে ।

আদালতের বিজ্ঞবিচারক মামলাটি আমলে নিয়ে চাওড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে তদন্ত পূর্বক প্রতিবেদন দেয়ার নির্দেশ দেন।

(এন/এসপি/অক্টোবর ০৭, ২০১৮)