গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় স্বামী স্ত্রীকে মারধর করায় ৭ জনের বিরুদ্ধে মামলা করেছে খাদিজা বেগম। 

চর মোন্তাজ ইউনিয়নের চর রুস্তুম গ্রামে জমিজমাকে কেন্দ্র করে গত ৩ অক্টোবর বুধবার রাত আনুমানিক ৮টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে মালেক প্যাদার ছেলে জাকির প্যাদা (৩৫) ও তার স্ত্রী আকলিমা (২৭) কে এলোপাথারী ভাবে পিটিয়ে গুরুত্বর আহত করে। এলাকাবাসী উদ্ধার করে দুজনকে গলাচিপা হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের কর্তব্যরত ডাক্তার মেজবাহ উদ্দিন বলেন, জাকির প্যাদার মাথায় সেলাই আছে এবং আকলিমা বেগম কে চাপা মার দিয়েছে। তারা আমার চিকিৎসাধীন ২য় ও ৩য় তলায় ভর্তি আছে।

এ ব্যাপারে জাকির হোসেন প্রতিবেদকে বলেন, নলুয়া বাজারে আমাদের একটি ছোট দোকানঘর আছে। প্রভাবশালীরা দোকান ঘরটি খাওয়ায় আসায় এদের সাথে অনেক বিরোধ আছে।

এ ব্যাপারে জাকির প্যাদার মা মোসাঃ খাদিজা বেগম পটুয়াখালী বিজ্ঞ আইন শৃংখ্যলা বিজ্ঞকারী অপরাদ (দ্রুত বিচার) আদালতে রবিবার একটি মামলা করেন।

(এসডি/এসপি/অক্টোবর ০৭, ২০১৮)