স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি সিরিজটা একদমই ভালো খেলতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট। পাকিস্তানের নারীরা হোয়াইটওয়াশের লজ্জায় ডুবিয়েছিলেন সালমা খাতুন, রুমানা আহমেদদের। তবে সিরিজের একমাত্র ওয়ানডেতেই ঘুরে দাঁড়ালো বাংলাদেশ।

পাকিস্তানের নারী ক্রিকেট দলকে মাত্র ৯৪ রানে অলআউট করে দিয়েছে তারা। ডানহাতি অফস্পিনে ক্যারিয়ার সেরা বোলিংয়ে মাত্র ২০ রান খরচায় ৬ উইকেট নিয়েছেন খাদিজা তুল কুবরা। জিততে মাত্র ৯৫ রান করতে হবে বাংলাদেশের নারীদের।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ করেনি পাকিস্তান। মাত্র ১ উইকেট হারিয়েই ৫০ রান করে ফেলেছিল সফরকারীরা।

১৫তম ওভারে প্রথমবারের মতো আঘাত হানেন খাদিজা। এরপর একে একে পাকিস্তান শিবিরে ত্রাশ ছড়িয়ে দেন এ ডানহাতি স্পিনার। পাকিস্তান শেষের ৫ উইকেট হারায় মাত্র ১০ রানে।

ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট নেয়া খাদিজা ৯.৫ ওভারে এক মেইডেনের সাহায্যে মাত্র ২০ রান খরচায় ৬ উইকেট নেন খাদিজা। এছাড়া রুমানা আহমেদ ২, জাহানারা আলম ১ ও লতা মন্ডল নেন ১ উইকেট।

(ওএস/এসপি/অক্টোবর ০৮, ২০১৮)