সিংড়া (নাটোর) প্রতিনিধি : উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের (জাইকা)আওতায় বাল্য বিবাহ ও নারীর প্রতি সহিংসতা রোধে নাটোরের সিংড়ায় ইমাম,কাজী,মেম্বার,মহিলা-পুরুষ কমিশনার,সাংবাদিক ও ইউপি চেয়ারম্যানদের নিয়ে ৪দিন ব্যাপি প্রশিক্ষন এর শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে বিআরডিবি হলরুমে উপজেলা নিবার্হী অফিসার সুমান্ত কুমার মাহাতো এর সভাপতিত্বে কর্মশালার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও সিংড়া উপজেলা চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম শফিক।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা।

আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা আছাফুল ইসলাম সিদ্দিকী, ১নং সুকাশ ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ,সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ এমরান আলী রানা। কোর্স সমন্বয় করবেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আফছার আরী মন্ডল। ৪দিন ব্যাপি কর্মশালায় ২৬ জন করে প্রশিক্ষণে অংশ নিবে। কর্মশালা চলবে প্রতিদিন সকাল ১০ থেকে ৫টা পযর্ন্ত ।

(আর/এসপি/অক্টোবর ০৮, ২০১৮)