টাঙ্গাইল প্রতিনিধি : মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি  ও প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি প্রদান করেছেন মুক্তিযোদ্ধারা। সোমবার (৮ অক্টোবর) সকালে শহরের নিরালার মোড়ে টাঙ্গাইল জেলা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক বীরপ্রতীক, নাগরপুর উপজেলার সাবেক কমান্ডার মো. সোজায়েত হোসেন, বাসাইল উপজেলার সাবেক কমান্ডার নুরুল ইসলাম নুরু, আব্দুস সবুর খান বীরবিক্রমের ছেলে মাহবুবুর রহমান বিপ্লব প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে নিজেদের জীবন বাজি রেখে যুদ্ধ করেছি। আমরা বেতন ভাতা ও সম্মানীর আশায় যুদ্ধ করিনি। বাংলাদেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ করেছিলাম। মুক্তিযোদ্ধা কোটা ছিলো, আছে ও ভবিষ্যতেও থাকার দাবী করে কোঠা বহালের দাবি জানান তাঁরা।

মানবন্ধন শেষে শহরের নিরালা মোড় হতে বিক্ষোভ মিছিল বের করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

(আরকেপি/এসপি/অক্টোবর ০৮, ২০১৮)