স্পোর্টস ডেস্ক, ঢাকা : অতিথি দল দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টে ব্যাটিংয়ে নেমে ধীরে ধীরে বড় সংগ্রহের পথে এগুচ্ছে। টেস্টের প্রথম দিন তারা টসে জিতে ব্যাটিংয়ে নেমে পাঁচ উইকেট হারিয়ে ২৬৮ রানে শেষ করে। দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে এখন পর্যন্ত সাত উইকেট হারিয়ে আফ্রিকার সংগ্রহ ৩৭২ রান।

আফ্রিকা: ২৬৮/৫ (প্রথম দিন)
টস: আফ্রিকা
ভেন্যু: গল ইন্টারন্যাশনাল স্টেডিয়াম

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২৬ রান তুলতেই প্রথম ইউকেটের পতন ঘটে আফ্রিকার। শ্রীলঙ্কান বোলার লাকমল ডেল স্টেইনকে তিন রানে সাজ ঘরে ফেরান। প্রথম দিনে ডিন এলগারের শতক এবং ডু প্লেসিস এর ৮০ রানে ভর করে ভাল সংগ্রহের ইঙ্গিত দিচ্ছিল অতিথিরা।

শেষ সময়ে ডি ককের ৫১ রান সেই পথটা আরো মসৃণ করে। দ্বিতীয় দিনে ডুমিনি ৫৪ ও ফিলিন্ডার ২০ রান নিয়ে ব্যাট করছে।

লঙ্কার পক্ষে লাকমল ও পেরেরা তিনটি করে ইউকেট তুলে নেন। অপর ইউকেটটি হেরাথের দখলে।

(ওএস/পি/জুলাই ১৭, ২০১৪)