জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি : জকিগঞ্জে ৯টি ইউনিয়ন ও পৌরসভার ৯৭টি পূজামন্ডপে চলছে দুর্গোৎসবের প্রস্তুতি। প্রতিটি মন্ডপে মুর্তি গড়ার কাজ শেষ পর্যায়ে, এখন চলছে রং তুলির কাজ। 

জকিগঞ্জের বারহাল ইউনিয়নের ৬, বীরশ্রীতে ১৫, কাজলসারে ১১, খলাছড়ায় ১৮,জকিগঞ্জে ৩, সুলতানপূরে ৮ বারঠাকুরী ৮, কসকনকপুরে ৫, মানিকপুর ইউনিয়নের ১৯ ও জকিগঞ্জ পৌরসভার ৪টি মন্ডপে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্নভাবে উদ্যাপনের লক্ষ্যে জকিগঞ্জ উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি সঞ্জয় চন্দ্র নাথ জানান, আগামী ১৫ অক্টোবর ১৯ অক্টোবর পর্যন্ত দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। প্রতিবছরের ন্যায় এবারো শান্তিপূর্বভাবে পূজা অনুষ্ঠিত হবে বলে তিনি আশা করেন। আড়ম্বর ও শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব পালনের লক্ষ্যে তিনি ধর্মবর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।

উপজেলা নির্বাহী অফিসার বিজন কুমার সিনহা জানান, শান্তিপূর্নভাবে পূজা উদযাপনের লক্ষ্যে পূজা উদযাপন পরিষদসহ প্রত্যেকটি পূজা কমিটিকে নিয়ে ১০ অক্টোবর সভা অনুষ্ঠিত হবে।

(এসপি/এসপি/অক্টোবর ০৮, ২০১৮)