কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক ভ্রাম্যমান আদালতে পিতা-পুত্রসহ ৩ জনের কারাদন্ড ও এক কিশোরীকে সংশোধনাগারে প্রেরণ করা হয়েছে। 

আজ সোমবার (০৮ অক্টোবর) দুপুরে দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ দণ্ড প্রদান করেন।

এরা হলেন- বাল্য বিবাহের অভিযোগে উপজেলার বেগুনবাড়িয়া গ্রামের মিনাজুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে মিনাজুল ইসলাম (৪০) ও তার ছেলে রকি (১৮) মিরপুর উপজেলার কাতলামারী গ্রামের রুহুল আমীনের ছেলে বাবুল খন্দকার (৩৮)। সেই সাথে বিয়ের দাবিতে অবস্থান নেয়া অনামিকা আক্তার (১৫) কে কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হয়।

দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম জানান, বাল্য বিবাহের অভিযোগে উপজেলার বেগুনবাড়িয়া গ্রামের মিনাজুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে মিনাজুল ইসলাম ও তার ছেলে রকি আটক করা হয়। এবং সেই সাথে উক্ত বাড়িতে বিয়ের দাবিতে অবস্থানকরা কল্যাণপুর গ্রামের আলাউদ্দিন মালিথার কিশোরী মেয়ে অনামিকা আক্তার করা হয়।

বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা এবং দন্ড বিধি ১৮৮ ধারা সরকারী আদেশ অমান্য করার অপরাধে ছেলে রকিকে ১ মাসের বাবা মিনাজুল ইসলামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। সেই সাথে কিশোরী অনামিকা আক্তারকে কুষ্টিয়া শেখ রাসেল সংশোধনাগারে প্রেরণ করেন। তার বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত সংশোধনাগারে রাখার আদেশ দেওয়া হয়।

অপরদিকে একই আদালত দৌলতপুর থেকে আটককৃত মিরপুর উপজেলার কাতলামারী গ্রামের রুহুল আমীনের ছেলে বাবুল খন্দকার (৩৮) কে মাদক দ্রব্য নিয়ন্ত্রন ১৯৯০ এর ১৯ (৯) ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

(কেকে/এসপি/অক্টোবর ০৮, ২০১৮)