স্পোর্টস ডেস্ক, ঢাকা : জার্মান মিডফিল্ডার ক্রিস্টোফ ক্রামারকে বিশ্বকাপ ফাইনালে খেলা চলাকালীন সময়ে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল৷ তিনি জানিয়েছেন, ফাইনালের প্রথমার্ধে চোট পাওয়ার আগে কি ঘটেছিল কিছুই তার মনে নেই।

জার্মান তারকা ফুটবলার সামি খেদিরা মারাকানার ম্যাচের আগে অনুশীলনের সময় চোট পেয়ে ফাইনাল থেকে ছিটকে পরেছিলেন। তার স্থলাভিসিক্ত হয়ে মাঠে নামেন ক্রামার।

তবে মাঠে নামার ১৯তম মিনিটে আর্জেন্টিনার এজেকুইল গ্যারের সঙ্গে ধাক্কা লাগলে মাথায় ব্যাথা পেয়ে মাঠেই পড়ে যান ক্রামার।

এরপর ফিজিওদের কাঁধে ভর করেই মাঠ ছাড়তে হয় ক্রামারকে। ২৩ বছর বয়সী এ মিডফিল্ডারকে দলের চিকিৎসকগন অনেকটা সময় নিয়ে চিকিৎসা দিলে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেন তিনি।

তিনি বলেন, ‘ম্যাচের কিছুই আমার মনে নেই। প্রথমার্ধের কোনো ঘটনা আমি মনে করতে পারছি না। আমি জানি না কিভাবে আমি রুমে আসলাম। কিছুতেই মনে করতে পারছি না।’

ক্রামার জার্মানির হয়ে মাত্র পাঁচটি ম্যাচ খেলেছেন। এছাড়া বিভিন্ন ক্লাবের হয়ে খেলেছেন ১২১টি ম্যাচ। নিজ যোগ্যতার ভিত্তিতে তিনি জার্মানি জাতীয় দলে সুযোগ পেয়েছেন। দলের প্রধান কোচ জোয়াকিম লো তার উপর আস্থা রেখে ফাইনালের আগে ব্রাজিলের বিপক্ষে তাকে মাঠে নামিয়েছিলেন।

(ওএস/পি/জুলাই ১৭, ২০১৪)