আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ‘থাকলে কন্যা সুরক্ষিত, দেশ হবে আলোকিত’ এই শ্লোগানকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ও বাল্য বিয়ে নিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের সমন্বয়ে মানববন্ধন চলা কালীন সময়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিপীকা রানী সেন এর সভাপতিত্ব প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান।

অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, জসীম সরদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দোলন চন্দ্র রায়, শিক্ষাবিদ মহাদেব চন্দ্র বসু, দি হাঙ্গার প্রজেক্টর উপজেলা সমন্বয়কারী লিটন মোল্লা, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রোজিনা আক্তার প্রমুখ।

(টিবি/এসপি/অক্টোবর ০৯, ২০১৮)