বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে শাহিদা বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

সোমবার রাতের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের খাগড়াবুনিয়া গ্রামের হেকমত শিকদারের বাড়িতে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে পুলিশ প্রথমিকভাবে ধারনা করছে।

মঙ্গলবার দুপুরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে তা ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত শাহিদা বেগম চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের খাগড়াবুনিয়া গ্রামের হেকমত শিকদারের স্ত্রী। তবে পুলিশ এই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকুল চন্দ্র সরকার বলেন, চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের খাগড়াবুনিয়া গ্রামের হেকমত শিকদারের পৈত্রিক জমি নিয়ে তার সন্তানদের এবং ছোট ভাই আকরাম শিকদারের মধ্যে বিরোধ রয়েছে। জমির ভাগ বাটোয়ারা নিয়ে আদালতে তাদের বেশ কয়েকটি মামলাও চলছে। জমি সংক্রান্ত বিরোধ নিয়ে হেকমতের সন্তান ও ভাইয়ের সাথে প্রায়ই ঝগড়া বিবাদ হয়ে আসছিল। সেই বিরোধের জের ধরে সোমবার রাতের কোন এক সময়ে পরিবারের সদস্যরা শাহিদাকে পরিকল্পিত ভাবে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে হত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। নিহতদের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে হত্যাকান্ডের প্রকৃত রহস্য উদঘাটন করতে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এখনো কাউকে আটক করা যায়নি।

(এসএকে/এসপি/অক্টোবর ০৯, ২০১৮)