ধামরাই (ঢাকা) প্রতিনিধি : জাতীয় কন্যা দিবস ,বাল্য বিবাহ নিরোধ উপলক্ষে এক মানবন্ধন কর্মসুচি আজ মঙ্গলবার সকাল সাড়ে এগারটায় ধামরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে ও এক আলোচনা সভার আয়োজন করে।

সকাল সাড়ে এগারটায় উপজেলা চত্তরে বিভিন্ন বিদ্যালয় ও কলেজের ছাত্রীদের নিয়ে এক মানব বন্ধন কর্মসুচি পালন করে। এর পর দুপুর সাড়ে বারটায় উপজেলা মিলনায়তনে এক আলোনা সভা অুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা আবুল কালামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত ভাষন দেন মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা আক্তার। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট সোহানা জেসমিন মুক্তা, সমাজ সেবা কর্মকর্তা রিনাৎ ফৌজিয়া,উপজেলা সমবায় কর্মকর্তা শিবলী জামান,প্রকল্প বাস্ত বায়ন কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম,অন্যান্য কর্মকর্তাবৃন্দ সহ অনেকে।

ধামরাইয়ের ইউএনও আবুল কালাম বলেছেন বাল্য বিবাহ রোধে তার প্রশাসন কাজ করছেন । কন্যা শিশু আল্লাহর নিয়ামত।কন্যা শিশু সুরক্ষা একটি মৌলিক দায়িত্ব বলে মনে করেন। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ইউএনও বলেন ধামরাইয়ের গত এক সপ্তাহ আগে ধামরাই উপজেলার রোয়াইল ইউপির আবুল হোসেন উচ্চ বিদ্যালয়ের এক দশম শ্রেণীর ছাত্রী ও রোয়াইল ইউপির ৯ নং ওর্য়াডের গোলাম মোসতাফার মেয়ে বিয়ের আগে গত চার অক্টোবর এক মহিলা মেম্বার নিজে উপজেলায় এসে অভিযোগ দেবার পরও সে বাল্য বিয়ে থামাতে ব্যর্থ হয় এমন প্রশ্নের জবাবে ইউএনও আবুল কালাম বলেছেন পুলিশ পাঠানো হয়েছিল বিয়ে হলেতো তাদের কিছু করার নেই বলেন।

(ডিসিপি/এসপি/অক্টোবর ০৯, ২০১৮)