আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : সিটি কর্পোরেশনের মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। 

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে জেলা নির্বাচন কর্মকর্তা জানান, নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন প্রশাসন শাখা থেকে সোমবার (৮অক্টোবর) এই গেজেট প্রকাশ করা হয়।

এর আগে স্থনীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির চেয়ারম্যান আবুল হাসানাত আবদুল্লাহরএকান্ত সচিব মো. খায়রুল বাশার সোমবার (৮অক্টোবর) রাতে সরকারের নির্বাচন কমিশন সচিবালয়ের গেজেট বরিশাল এর নব নির্বাচিত মেয়র সাদিক আবদুল্লাহর হাতে তুলে দেন।

সূত্রমতে, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) নির্বাচন বিধিমালা ২০১০ এর ৪৩ বিধি অনুযায়ী প্রকাশিত গেজেটে নির্বাচিত মেয়রসহ ৩১জন কাউন্সিলরের নাম ঘোষণা করা হয়।

এরআগে গত ৩ অক্টোবর বরিশাল নির্বাচন অফিসারের কার্যালয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার মুজিবুর রহমান বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে বিজয়ী ঘোষণা করেন। একই সাথে সংরক্ষিতসহ ৩১ কাউন্সিলরের ফলাফল ঘোষণা করা হয়। ১২৩টি কেন্দ্রের মধ্যে ১১৪ কেন্দ্রের ফলাফল অনুসারে আওয়ামী লীগের সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ পেয়েছেন ১ লাখ ১১ হাজার ৯৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপির মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ার পেয়েছেন ১৩ হাজার ৭৭৬ ভোট।

(টিবি/এসপি/অক্টোবর ০৯, ২০১৮)