নওগাঁ প্রতিনিধি : বাল্য বিবাহ নিরোধ দিবস ২০১৮ উদযাপন উপলক্ষে মঙ্গলবার নওগাঁয় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে এদিন বেলা ১১টা থেকে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে ঘন্টাকাল ব্যাপী এ মানব বন্ধন কর্মসূচি পালিত হয়।

অপরদিকে রাণীনগরে বাল্যবিবাহ নিরোধ দিবস উদযাপন উপলক্ষে ঘন্টাকালব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এছাড়া “থাকলে শিশু সুরক্ষিত, দেশ হবে আলোকিত” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় কন্যা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার উপজেলা পরিষদের সামনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর নানা কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া বিনতে তাবিবে সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

(বিএম/এসপি/অক্টোবর ০৯, ২০১৮)