মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানার উত্তর শশিকর গ্রামে বিশ্বাস বাড়ি বড় খালের ওপর একটি ব্রীজ নির্মাণের দাবি থাকলেও ৪০ বছরেও তা বাস্তবায়ন হয়নি। দীর্ঘদিন ধরে ব্রীজটি না হওয়ায় এই খাল পারাপারে প্রতিদিন ১০টি গ্রামের মানুষ চরম দূর্ভোগের শিকার হচ্ছে বলে স্থানীয়ভাবে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কালকিনির উত্তর শশিকর গ্রামের বিশ্বাস বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে একটি বড় খাল। আর খালের ওপর রয়েছে একটি বড় সাঁকো। যা পারাপারে গ্রামের স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী, ব্যবসায়ি থেকে শুরু করে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হয়। কিন্তু সেখানে ব্রীজ নির্মাণ হলে শশিকর, নবগ্রাম, কাজীবাকাই, উত্তর শশিকরসহ প্রায় ১০ গ্রামের মানুষ ডাসার থানা, কালকিনি উপজেলা, মাদারীপুর জেলা, পার্শ্ববর্তী গোপলগঞ্জ জেলা, শেখ হাসিনা ইউমেন্স কলেজ, ডিকে আইডিয়াল সৈয়দ আতাহার আলী স্কুল এন্ড কলেজ, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ, শশিকর স্কুল এন্ড কলেজ, ডাসার মাদ্রাসা, শশিকর হাটসহ রাজধানী ঢাকায় যাতায়াত করতে পারত নির্বিঘ্নে। অথচ গুরুত্বপূর্ণ হওয়া সত্বেও দুর্গম এলাকায় ব্রীজটি নির্মাণে ৪০ বছরেও কোন উদ্যোগ নেয়া হয়নি।

এলাকার স্থানীয় বাসিন্দা মজনু বালা, শংকর রায় ও স্বপন বাড়ৈ সাঁকো পারাপারের সময় ক্ষোভের সাথে বলেন, ‘ভোটের সময় নেতারা ব্রীজ নির্মাণের আশ্বাস দিয়ে আমাদের প্রতিশ্রুতি দেয় আর আমরা বিশ্বাস করে ভোট দেই কিন্তু পরে তাদের আর দেখা পাইনা। ফলে দুর্ভোগ হয় আমাদের নিত্যসঙ্গী। যোগাযোগ ব্যবস্থা ভাল থাকলে এ অঞ্চলের মানুষের দরিদ্রতা ঘুঁচিয়ে জীবন যাত্রার মান বেড়ে যেত বলে আামরা বিশ্বাস করি।’

এ ব্যাপারে মাদারীপুর জেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী নির্মল কুমার বিশ্বাস জানান, ‘ঐ খালের ওপর সেতু নির্মাণের কোন প্রকল্প বা প্রকল্প প্রস্তাব পাওয়া যায়নি। তবে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে প্রকল্পের প্রস্তাব পাওয়া গেলে গুরুত্বপূর্ণ ঐ স্থানটিতে ব্রীজ নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

(এএস/জেএ/জুলাই ১৭, ২০১৪)