আন্তর্জাতিক ডেস্ক : মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে তথ্য বিনিময়ের জন্য বাংলাদেশ ও ভুটানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। বৃহস্পতিবার চীনের ম্যাকাওতে এশিয়া প্যাসিফিক গ্রুপ অন মানি লন্ডারিংয়ের (এপিজি) বার্ষিক সম্মেলন চলাকালে এই এমওইউ স্বাক্ষরিত হয়।

বাংলাদেশের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) উপ-প্রধান ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ম মাহফুজুর রহমান। ভুটানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন সে দেশের কেন্দ্রীয় ব্যাংক রয়েল মনিটরি অথরিটি অব ভুটানের ডেপুটি গভর্নর ইডেন ডেমা।
(ওএস/এএস/জুলাই ১৭, ২০১৪)