ধামরাই (ঢাকা) প্রতিনিধি : আন্তর্জাতিক প্রবীন দিবস উপলক্ষে ধামরাইয়ের বৃহৎ বেসরকারী সংগঠন “সজাগ” প্রবীন সংগঠনের আয়োজনে প্রবীনদের  নিয়ে দুদিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করছে। এক র‌্যালি বের ও আলোচনা সভা করেছে।

বুধবার আর্ন্তজাতিক প্রবীন দিবস পালন উপলক্ষে বধবার ধামরাইয়ের বৃহৎ বেসরকারী সংগঠন “সজাগ” কর্তৃক প্রতিষ্ঠিত প্রবীন সংগঠনের আয়োজনে পাচ শতাধিক ষার্টোধ বয়সের প্রবীনদের নিয়ে এক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল সাড়ে এগারটায় পাচ শতাধিক ষার্টোধ বয়সের প্রবীনদের নিয়ে কামলাপুরস্থ সজাগ চত্তর বের হয়ে ধামরাইয়ের কালামপুর বিভিন্ন পথ প্রদক্ষিন করে পুনরায় সজাগ চত্তরে এসে শেষ করে।

এরপর বুধবার দুপর বারটায় সজাগ চত্তরে অনুষ্ঠিত এ আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সজাগ এর প্রতিষ্ঠাতা পরিচালক এম এ মতিন।

বেসরকারী সংঘঠন সজাগ কর্তৃত প্রতিষ্ঠিত প্রবীন সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা আঃ জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা শিবলী জামান, সোমভাগ ইউপি চেয়ার ম্যান আজাহার আলী, সিনিয়র সিটিজেন সোসাইটির সেক্রেটারী জেনারেল আবু কবর সিদ্দিীক সহ অনেকে।

(ডিসিপি/এসপি/অক্টোবর ১০, ২০১৮)