টাঙ্গাইল প্রতিনিধি : ২১ আগস্ট গ্রেনেড হামলার অন্যতম আসামি বিএনপি-জামায়াত জোট সরকারের সাবেক উপমন্ত্রী অব্দুস সালাম পিন্টু ও তার ভাই জঙ্গীনেতা তাজ উদ্দিনের ফাঁসির দণ্ড হওয়ায় তাদের নিজ জেলা টাঙ্গাইলে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগসহ মুক্তিযোদ্ধা জনতা। তবে আনন্দ মিছিল থেকে এ মামলার প্রধান আসামি যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের ফাঁসির দাবি জানানো হয়।

বুধবার (১০ অক্টোবর) দুপুরে রায় ঘোষণার পরপরই জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে জেলা আওয়ামী কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে উচ্চ আদালতের মাধ্যমে তারেক রহমানের ফাঁসির দাবি জানানো হয়। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা অওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম(ভিপি জোয়াহের), যুগ্ম-সম্পাদক নাহার আহমদ প্রমুখ।

এসময় জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

(আরকেপি/এসপি/অক্টোবর ১০, ২০১৮)