গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ২০০৪ সালে ২১ আগস্ট বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন সংসদে বিরোধী দলীয় নেতা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু এভিনিউএ সন্ত্রাস বিরোধীয় সমাবেশে গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা, ২৪জনকে হত্যা ও ৩ শতাধিক নেতাকর্মী আহত হওয়ার গঠনার মামলায় ১৯ জনকে মৃত্যুদণ্ড, ১৯ জনকে যাজ্জীবন কারাদণ্ড এবং ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদানের রায়কে স্বাগত জানিয়ে বুধবার (১০ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের গৌরীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও গৌরীপুর পৌরসভার মেয়র এমপি মনোনয়ন প্রত্যাশী সৈয়দ রফিকুল ইসলামের নেতৃত্বে পৌর শহরে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

এতে অংশগ্রহণ করেন গৌরীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ রফিকুল ইসলাম দীপু, পৌর যুবলীগের আহবায়ক মেহেদী হাসান মিথুন, সাধারণ সম্পাদক দেলুয়ার হোসেন বাচ্চুসহ আওয়ামী লীগ ও তার অঙ্গসহযোগী সংগঠনের স্থানীয় নেতা-কর্মীবৃন্দ।

মিছিল শেষে পৌর আওয়ামী লীগ কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশে সৈয়দ রফিকুল ইসলাম বলেন, ১৪ বছর পর ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার রায় ঘোষণা হওয়ায় মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে। এতে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে।

মামলার রায়কে কেন্দ্র করে সারাদেশের ন্যায় ময়মনসিংহের গৌরীপুরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আজ বুধবার (১০ অক্টোবর) অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে শহর জুড়ে চলছে পুলিশের বিশেষ টহল।

যে কোন ধরনের প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা, নাশকতা এড়াতে শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশের কড়া পাহাড়া বসানো হয়েছে। এছাড়াও গৌরীপুর রেলস্টেশন ও বাসস্টেশন এলাকায় সাদা পোষাকের পুলিশের নজরদাড়ি জোরদার করা হয়েছে।

(এসআইএম/এসপি/অক্টোবর ১০, ২০১৮)