বাগেরহাট প্রতিনিধি : মোংলা বন্দরে এমভি আয়েশা বিবি নামের কার্গো জাহাজে কাজ করার সময় পশুর নদীতে পড়ে নিখোঁজ শ্রমিক মোঃ আসলামের মৃতদেহ এক দিন পর উদ্ধার হয়েছে।

বুধবার সকালে পশুর নদীর করমজল এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার দুপুরে কার্গো জাহাজে কাজ করার সময় নদীতে পড়ে নিখোঁজ হন জাহাজ শ্রমিক মো.আসলাম।

এমভি আয়েশা বিবি কার্গো জাহাজের মাষ্টার আবুল হোসেন জানান, কার্গো জাহাজটি নিয়ে ভারতে যাওয়ার প্রস্তুতিকালে মঙ্গলবার দুপুরে শ্রমিক আসলামসহ আরো একজন জাহাজটির বাইরের অংশ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করছিল। এ সময় আসলাম নদীতে পড়ে নিখোঁজ হয়। এরপর বুধবার সকালে পশুর নদীর সুন্দরবনের করমজল এলাকা থেকে আসলামের লাশ উদ্ধার করা হয়। আসলাম বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালী গ্রামের মো. আল আমিনের ছেলে। লাশটি ময়না তদন্তের জন্য দুপুরে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে জাহাজে কাজ করা অবস্থায় নদী পড়ে নিখোঁজ হয়ে শ্রমিক মারা যাওয়ার ঘটনায় তার পরিবারকে কার্গো জাহাজ মালিকের পক্ষ থেকে ক্ষতিপূরণ প্রদাণের দাবী জানিয়েছেন স্থানীয় নৌযান শ্রমিক-কর্মচারী নেতারা।

(এসএকে/এসপি/অক্টোবর ১০, ২০১৮)