মদন (নেত্রকোনা) প্রতিনিধি : বর্বোরচিত ২১ আগষ্ট গ্রেনেড হামলার রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের  মৃত্যু দণ্ডের রায় হওয়ায় বাবরের নিজ উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির নেতারা এ রায় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। 

উপজেলা বি এনপি সভাপতি এন আলম তার প্রতিক্রিয়া জানাতে বলেন, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী লুৎফুজ্জামান বাবর এ রায়ে সুবিচার পাননি। জেলা যুবদলের সদস্য ও মদন সদর ইউনিয়ন চেয়ারম্যান বদরুজ্জামান শেখ মানিক তার প্রতিক্রিয়ায় জানাতে বলেন, গণভবনের নির্দেশীত এ অবৈধ রায় জনগণ মানে না।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছ তাৎক্ষণিক তার প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। যে রায় বন্ধ করে দিয়ে ছিল সে রায় আবারো পূনরায় জননেত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠিত করেছেন। জনগণ এ রায়ে খুশী হয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার খান এখলাছ বলেন, এ রায়ে বাংলাদেশ কলঙ্ক মুক্ত হয়েছে। তবে আমি আরো খুশী হতাম তারেক জিয়ার মৃত্যু দন্ড হলে। জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ কে এম সাইফুল ইসলাম হান্নান বলেন,এ রায়ে আমরা সন্তোষ্ট তবে আমরা চাই এ রায় দ্রুত কার্যকর করা হোক।

২১ আগষ্ট গ্রেনেড হামলার রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মৃত্যুদন্ড দেয়ায় নিজ উপজেলা মদনে বুধবার রায়ের বিরুদ্ধে কোন বিক্ষোভ মিছিল ও সমাবেশ সংগঠিত হয়নি। উপজেলার সবকটি পয়েন্ডে আইন শৃঙ্খলা বাহিণী মোতায়েন করা হয়েছে। বাবরের বাড়ি বাড়িভাদেরায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ওসি মোঃ রমিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি মোঃ রমিজুল হক জানান, উপজেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গোয়ান্দা নজরদারি আছে। কোন পক্ষই এ পর্যন্ত কোন মিছিল সমাবেশ করেনি। অপ্রতিকর কোন ঘটনাও সংগঠিত হয়নি।

(এএমএ/এসপি/অক্টোবর ১০, ২০১৮)