সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) : আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে গলাচিপায় ২৬টি মন্ডপের জন্য ১৩ মেট্রিক টন চাল বরাদ্ধ দিয়েছে উপজেলা প্রশাসন। 

উপজেলার মন্ডপ প্রতি ৫শত কেজি করে চাল বরাদ্দ দেয়া হয়েছে। জানা গেছে, গলাচিপা উপজোয় ১২টি ইউনিয়ন ও গলাচিপা পৌরসভায় মোট ২৬টি দুর্গাপুজা মন্ডপ রয়েছে।

এগুলো হলো- পৌরসভায় ৪ টি কালীবাড়ি, সাহা বাড়ি, দাসবাড়ি, পোদ্দার বাড়ী সার্বজনীন দুর্গাপুজা মন্ডপ, আমখোলা ইউনিয়নের বাদুরা হাট, দক্ষিণ আমখোলা সার্বজনীন দুর্গাপুজা মন্ডপ, গোলখালী ইউনিয়নে হরিদেবপুর বীরেন দাসের বাড়ী, বড় গাবুয়া, পূর্ব গোলখালী, হরিদেবপুর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সার্বজনীন দুর্গাপুজা মন্ডপ, রতনদী তালতলি ইউনিয়নের একমাত্র উলানিয়া বাজার সার্বজনীন দুর্গাপুজা মন্ডপ, ডাকুয়া ইউনিয়নের পূর্ব ডাকুয়া সাহাবাড়ি, আনন্দময়ী কালীবাড়ি, তেতুলবাড়িয়া পশ্চিম আটখালী, পশ্চিম পাড় ডাকুয়া নাথ বাড়ি, হোগলবুনিয়া মায়ের বাড়ী সংলগ্ন দুর্গাপুজা মন্ডপ, চিকনিকান্দি ইউনিয়নে বন্দর, কচুয়া বাধঁ, সুতাবাড়িয়া সঃপ্রাঃবিঃ সংলগ্ন দুর্গাপুজা মন্ডপ, কলাগাছিয়া ইউনিয়নের বাজার দুর্গাপুজা মন্ডপ, বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া, দক্ষিণ পাতাবুনিয়া, গুয়াবাড়িয়া সার্বজনীন দুর্গাপুজা মন্ডপ, চরকাজল ইউনিয়নে ছোটশিবা সার্বজনীন দুর্গাপুজা মন্ডপ, চরবিশ্বাস ইউনিয়নের চর আগস্তি কবিরাজ বাড়ী, বনমালী অধিকারী বাড়ির সার্বজনীন দুর্গাপুজা মন্ডপ।

এ বিষয়ে গলাচিপা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবু তপন কুমার ঘোষ বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও ২৬ টি পূজা মন্ডপে ১৩ মেট্রিক টন চাল সরকারি বরাদ্দ দেওয়া হয়েছে।

(এসডি/এসপি/অক্টোবর ১০, ২০১৮)