আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার গয়াংজু নগরীর আবাসিক এলাকায় একটি বিদ্যালয়ের কাছে বৃহস্পতিবার দমকল বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ জন নিহত হয়েছে। তারা সকলেই ওই হেলিকপ্টারের আরোহী ছিল। সরকারি কর্মকতারা এ কথা জানান।

এ ঘটনায় সেখানের কোনো বাসিন্দার নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে বেলা ১১টার কিছু আগে বিধ্বস্ত হওয়া এই হেলিকপ্টারের উড়ে আসা ধ্বংসাবশেষের আঘাতে উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী আহত হয়েছে।
বার্তা সংস্থা ইয়োনহাপ জানায়, গত এপ্রিলে দক্ষিণাঞ্চলীয় উপকূলে ডুবে যাওয়া ফেরির উদ্ধার কার্যক্রমে সহায়তা শেষে ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় দমকল বাহিনীর প্রধান মুন কি-শিক জানান, ঘটনাস্থলে হেলিকপ্টারে থাকা ৫ ক্রুর সবাই নিহত হয়েছেন। তিনি জানান, তাৎক্ষণিকভাবে এই দুর্ঘটনার কারণ জানা যায়নি।
টেলিভিশনের ভিডিও ফুটেজে একটি প্রধান ফুটেজে পাশে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষে আগুন জ্বলতে দেখা যায়।
উল্লেখ্য, ২ ইঞ্জিন বিশিষ্ট এই হেলিকপ্টারটির নির্মাতা প্রতিষ্ঠানের নাম এয়ারবাস হেলিকপ্টারস।
(ওএস/এএস/জুলাই ১৭, ২০১৪)