কুষ্টিয়া প্রতিনিধি : বহুল আলোচীত ২১ আগস্ট গ্রেনেড হামলায় ১৪ বছর পরে বুধবার রায় দিয়েছে আদালত। এ মামলায় ১৯ জনের মৃত্যুদণ্ড ও ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং ১১ আসামীকে বিভিন্ন মেয়াদা কারাদন্ড দিয়েছেন আদালত। 

এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন গ্রেনেড হামলায় নিহত হওয়া শেখ হাসিনার দেহরক্ষী ল্যান্স করপোরাল (অব.) মাহবুুব উর রশিদের পরিবার।

আজ বুধবার (১০ অক্টোবর) সন্ধ্যায় রায় নিয়ে এ প্রতিক্রীয়া ব্যক্ত করেন মাহবুবের পরিবার।

নিহত মাহবুবের ভাই মামন উর রশিদ বলেন, ‘এই রায়ে আমরা সস্তুষ্ট। তবে অনতিবিলম্বে এরা রায় কার্যকর করা হোক।’

নিহত মাহবুবের পিতা হারুন অর রশিদ বলেন, ‘আদালত যে রায় দিয়েছে আমরা তাই মেনেছি। তবে যত দ্রুত সম্ভব আমরা চাই তাদের রায় কার্যকর কর হোক। সেই সাথে এই নির্মম হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারীদেরও ফাঁসি দেওয়া হোক।’

২০০৪ সালে বিএনপি-জামায়াত সরকারের আমলে বঙ্গবন্ধু এভিনিউ এ ২১ আগষ্টের বর্বর গ্রেনেড হামলার সময় দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হন তখনকার বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার দেহরক্ষী কুষ্টিয়ার মাহবুব উর রশিদ।

(কেকে/এসপি/অক্টোবর ১০, ২০১৮)