ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ‘মা’ ইলিশ সংরক্ষণের লক্ষ্যে বুধবার রাতে ঈশ্বরদীর সাঁড়া ও পাকশীস্থ পদ্মা নদীতে মোবাইল কোর্ট অভিযান চালিযেছে। অভিযানের সময় ৩ জন জেলে, তাদের মাছ ধরার নৌকা ও কারেন্ট জাল আটক করা হয়।

আটককৃত জেলেরা হলো সাঁড়াঘাট এলাকার তেসের খা এর ছেলে মোঃ রনি খা, মৃত ময়েন উদ্দিন শেখ এর ছেলে নজরুল ইসলাম এবং পলান শেখ এর ছেলে মোকসেদ আলী । এদের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাঃ যোবায়ের হোসেনের নেতৃত্বে পরিচালিত এই মোবাইল কোর্টে জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুর রউফ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাকিলা জাহান এবং পুলিশ বিভাগের সদস্যগণ উপস্থিত ছিলেন।

জেলেদের নিকট হতে উদ্ধারকৃত ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংশ করা হয়েছে।

(এসকেকে/এসপি/অক্টোবর ১০, ২০১৮)