স্টাফ রিপোর্টার : জাতীয় ঐক্যকে চূড়ান্তে রূপ দিতে জেএসডির সভাপতি আ স ম রবের বাসায় ডাকা বৈঠকে বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) রাত ৯টার ওই বৈঠকে বিএনপি, জাতীয় ঐক্য প্রক্রিয়া ও যুক্তফ্রন্টের নেতাদের উপস্থিত থাকার কথা ছিলো। সংশ্লিষ্ট সূত্র জানায়, হঠাৎ করেই বৈঠকটি বাতিল করা হয়েছে। তবে কী কারণে বাতিল করা হয়েছে তা জানা যায়নি। যোগাযোগ করা হলে জাতীয় ঐক্য প্রক্রিয়ার শীর্ষ এক নেতা জানান, কৌশলগত কারণে আজকের বৈঠকটি হচ্ছে না।

বিষয়টি নিশ্চিত করে নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, বৈঠকটি বাতিল করা হয়েছে। তবে কেন বাতিল করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, এটুকুই জানি বৈঠকটি বাতিল করা হয়েছে। এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না।

(ওএস/অ/অক্টোবর ১১, ২০১৮)