স্টাফ রিপোর্টার, দিনাজপুর : শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে দিনাজপুরের হাকিমপুরের হিলি স্থলবন্দর ৯ দিন বন্ধ থাকবে। তবে স্বাভাবিক থাকবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত ব্যবস্থা।

ভারত হিলি এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ এ সিন্ধান্ত নিয়েছে।

বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, বন্দরটির বিপরীতে অবস্থিত ভারত হিলি এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টে অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক সুব্রত সাহা স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়, ভারতে দূর্গোৎসব উপলক্ষে আগামী ১২ থেকে ২০ অক্টম্বর পর্যন্ত এ পথে আমদানি-রফতানি বন্ধ থাকবে এবং ২১ অক্টম্বর এর কার্যক্রম যথারীতি চলু হবে।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট ওসি আব্দুস সবুর জানান, এ সময় হিলি স্থল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

(এসএএস/এসপি/অক্টোবর ১২, ২০১৮)