গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাহাবুদ্দিন (৩০) নামে একজন আহত হয়েছে। আহত শাহাবুদ্দিন হচ্ছেন চর মোন্তাজ ইউনিয়নের চর লক্ষ্মী গ্রামের ২ নং ওয়ার্ডের শাহআলম প্যাদার ছেলে। 

বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে হেমায়েত জোমাদ্দারের ঘেরের বাসার পশ্চিম পাশে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথাকাটাকাচির এক পর্যায়ে প্রতিপক্ষরা চড়াও হয়ে শাহাবু্িদ্দন প্যাদাকে এলাপাথারিভাবে পিটিয়ে গুরুতর আহত করে। এলাকাবাসী উদ্ধার করে শাহাবুদ্দিনকে গলাচিপা হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের কর্মরত ডাক্তার সালাউদ্দিন তুহিন বলেন, শাহাবুদ্দিন আমার চিকিৎসাধীনে ৩য় তলায় ভর্তি আছে। তার শরীরে কালো কালো দাগ আছে।

এ ব্যাপারে শাহাবুদ্দিন প্রতিবেদককে জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাদের একই এলাকার মুকুল বিশ্বাস, নজরুল বিশ্বাস ও জিয়া আমাকে মারধর করেছে। আমার ডাক চিৎকারে এলাকার লোকজন না পড়লে আমাকে ওরা মেরেই ফেলত।

শাহাবুদ্দিনের বাবা শাহআলম প্যাদা জানান, আমার ছেলেকে ওরা অতর্কিত হামলা করেছে। আমি ওদের বিচার চাই।

ইউপি সদস্য মিজু গাজী বলেন, বিষয়টি আমি শুনেছি, দেখব। ইউপি চেয়ারম্যান জনতা হানিফের কাছে মুঠোফোনে জানতে চাইলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

চর মোন্তাজ ফাড়ি ইনচার্জ সুদেব হাওলাদার বলেন, ঘটনাটি আমি শুনেছি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

(এসডি/এসপি/অক্টোবর ১২, ২০১৮)