গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : মাদক মামলায় জামিনে এসে আবার মাদকসহ গ্রেফতার হয়েছে কথিত ‘জিনের বাদশা’ খ্যাত মনির হোসেন প্যাদা (৩৫) ও সেলিম হাজি (৩৫) নামের দুজন মাদক ব্যবসায়ী। 

বৃহস্পতিবার গভীর রাতে পৌর এলাকার চার নম্বর ওয়ার্ডে ভিন্ন ভিন্ন অভিযান চালিয়ে এ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতদের কাছ থেকে ৫০ পিচ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

গলাচিপা থানার অফিসার ইন চার্জ মো. আখতার মোর্শেদ জানান, গলাচিপা উপজেলার বড় মাদক ব্যবসায়ী কথিত ‘জিনের বাদশা’ নামে খ্যাত মনির হোসেন কিছুদিন আগে অপর আরেকটি মাদক মামলায় জামিনে এসে আবারো মাদক বিক্রি শুরু করে। পুলিশ খবর পেয়ে মনিরকে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে পৌর এলাকার চার নম্বর ওয়ার্ডের মসজিদ মহল্লার প্যানেল মেয়রের বাসার সামনে থেকে গ্রেফতার করে।

গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা থানার এসআই ইব্রাহিম, এএসআই বিশ্বজিৎ কু-ু ও এএসআই তাজুল এবং মেহেদিসহ পুলিশের একটি দল শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে এ মনিরকে ২০ পিচ ও সেলিমকে ৩০ পিচ ইয়াবা বড়িসহ গ্রেফতার করা হয়।

এসআই ইব্রাহিম মোল্লা বলেন, ‘মনিরের রিরুদ্ধে ৬টি মাদক মামলা রযেছে। মনিরের দেওয়া তথ্যমতে গলাচিপার বিভিন্ন জায়গায় অন্য মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের অভিযান চলছে।’

আটক দুজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। মনির ও সেলিমকে গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণ করে।

(এসডি/এসপি/অক্টোবর ১২, ২০১৮)