কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : ‘কাবিং করি উন্নত জীবন গড়ি’  এই প্রতিপাদ্য বিষয় নিয়ে গাজীপুরের কাপাসিয়ায় ৫ দিন ব্যাপী বাংলাদেশ স্কাউট্স এর গাজীপুর জেলার ১৩তম জেলা কাব ক্যাম্পুরি সমাপ্ত হয়েছে। 

শুক্রবার বিকালে উপজেলার তরগাঁও ইউনিয়নের বাঘিয়া স্বাধীনতা মাঠে প্রধান অতিথি হিসেবে সমাপনি বক্তব্য রাখেন এবং কাপাসিয়াকে শতভাগ স্কাউটিং ঘোষনা করেন স্কাউটস এর প্রতিষ্ঠাতা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদ এর কন্যা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভপতি সিমিন হোসেন রিমি এমপি। এসময় কাবদের মধ্যে সনদপত্র ও মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বলিত বই বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা ক্যাম্পুরি চিফ ও কমিশনার মোঃ ওয়াদুদুর রহমান, সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, উপজেলা আ’লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, ইউপি চেয়ারম্যান আইয়ুবুর রহমান সিকদার প্রমুখ।

পাঁচদিন ব্যাপী কাব ক্যাম্পুরীতে গাজীপুর জেলার ১৯৩ টি প্রাথমিক বিদ্যালয়ের ১৯৩ জন শিক্ষক, ১১৫৮ জন শিক্ষার্থীসহ ১৩৮০ জন স্কাউটস সদস্য এ ক্যাম্পুরীতে অংশ গ্রহণ করেছিল।

(এসকেডি/এসপি/অক্টোবর ১২, ২০১৮)