কালিয়া (নড়াইল) প্রতিনিধি : ঈদকে সামনে রেখে বেপরোয়া হয়ে উঠেছে জাল নোট ব্যাবসায়ি চক্র। কালিয়া সদর বাজার সহ বিভিন্ন হাট বাজারের ব্যবসায়িরা প্রায় প্রতিদিনই জাল নোটে প্রতারিত হওয়ার কারণে ব্যবসায়ি সহ সাধারন মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে।

ব্যবসায়িদের সাথে কথা বলে জানা গেছে, গত কয়েক দিন যাবৎ সন্ধ্যার পর ওই জাল নোট চক্রের সদস্যরা পোশাকের দোকান সহ বিভিন্ন দোকানে গিয়ে ১ হাজার,৫০০ ও ১০০ টাকার জাল নোট দিয়ে মালামাল কেনার চেষ্টা করছে। কালিয়া সদর বাজারের ঘোষ ডেয়ারী সহ কয়েকজন ব্যবসায়িকে জাল নোট দিয়ে মালামাল কিনে বুঝে ওঠার আগেই সটকে পড়েছে ওই প্রতারক চক্রের সদস্যরা। বাজার ঘুরে দেখা গেছে, ব্যবসায়িরা সহ সচেতন মহল এখন ১ হাজার, ৫০০ ও ১০০ টাকার নতুন নোট নিতে চাইছেন না। কারণ ওই তিন প্রকারের নোট জালিয়াত চক্র বাজারে ছেড়েছে বলে তাদের অভিযোগ।

এখন আর কেউ ওই জাল নোট চক্রের ফাঁদে পড়ে ক্ষতিগ্রস্থ হতে চাইছেন না। যে কারণে সাধারন মানুষ সহ ক্রেতা বিক্রেতারা বিপাকে পড়েছেন। কালিয়া থানার ওসি মতিয়ার রহমান বলেছেন, তিনি বিষয়টি জানেন না। কেউ অভিযোগও করেনি। তিনি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

(এমএম/জেএ/জুলাই ১৭, ২০১৪)