স্টাফ রিপোর্টার : রাজধানীর উত্তরখানের একটি বাড়িতে গ্যাসের লাইনের লিকেজ থেকে লাগা আগুনে পুড়ে আটজন দগ্ধ হয়েছেন। শনিবার ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

দগ্ধরা হলেন মো. ডাবলু (৩৩), আজিজুল (২৭), আনজু (২৫) আবদুল্লহ (৫) মুসলেমা (২০), পুর্নিমা (৩৫) সুপ্রিয়া (৫০) এবং সাগর (১২)।

দগ্ধদের বরাত দিয়ে মেডিকেল প্রতিনিধি বলেন, উত্তরখানের হেলাল মার্কেটের পাশে ১১০/এ নম্বর তৃতীয় তলার বাড়ির নিচতলায় পোশাক কারাখানায় কাজ করা তিনটি পরিবার এক বাসায় ভাড়া থাকতো। রাতে গ্যাসের পাইপ লিকেজ থেকে বাড়িটিতে গ্যাস ছড়িয়ে পড়ে। ভোর চারটার দিকে রান্না করতে গেলে আগুন ধরে সমস্ত ঘরে ছড়িয়ে পড়ে। এতে আটজন দগ্ধ হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করান।

ঢামেকের বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, ডাবলুর শরীরের ৬৫ শতাংশ, আজিজুলের ৯৯ শতাংশ, আনজুর ৬ শতাংশ, আবদুল্লার ১২ শতাংশ, মুসলেমার ৯৮ শতাংশ, পুর্ণিমার ৮০ শতাংশ, সুপ্রিয়ার ৯৯ শতাংশ এবং সাগরের ৬৬ শতাংশ পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার মো. রাসেল সিকদার বলেন, ঘটনাস্থলে আমাদের চারটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। সেখানে ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। পাঁচ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

(ওএস/এসপি/অক্টোবর ১৩, ২০১৮)