নওগাঁ প্রতিনিধি : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৪৯ নওগাঁ-৪ (মান্দা) আসনে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা নিয়ে নৌকায় ভোট চেয়ে গনসংযোগ চালিয়ে যাচ্ছেন আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী নওগাঁ জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের  সদস্য ব্রহানী সুলতান মামুদ (গামা)। 

আওয়ামীলীগ-বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা কোমরবেঁধে এই আসনের গ্রামে গঞ্জে, পাড়ায় মহল্লায়, রাস্তার মোড়ে মোড়ে গণসংযোগ শুরু করেছেন। বিশেষ করে বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপিতে মনোনয়ন প্রত্যাশিদের যেন হিড়িক পড়ে গেছে। এসব মনোনয়ন প্রত্যাশিরা জনগণের দোরগোড়ায় গিয়ে খোঁজখবর নেয়াসহ প্রার্থীতার জানান দিয়ে দোয়া চেয়ে নিচ্ছেন। শুভেচ্ছা বিনিময় করছেন নেতা-কর্মি ও ভোটারদের সঙ্গে। আগামি সংসদ নির্বাচনকে ঘিরে বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশিরা মাঠ পর্যায়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

গণসংযোগের পাশাপাশি অনেকে আবার দৌড়-ঝাঁপ শুরু করেছেন কেন্দ্রে। এদের মধ্যে নওগাঁ জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সদস্য ব্রহানী সুলতান মামুদ (গামা), মনোনয়ন প্রত্যাশী বলে জানিয়েছেন। মনোনয়ন প্রত্যাশায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। তিনি নৌকায় ভোট চেয়ে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় গনসংযোগ চালিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, “একমাত্র বঙ্গবন্ধুর নৌকাই পারে জাতিকে সঠিক গন্তব্যে পৌঁছে দিতে”।

তিনি আরো বলেন, দেশ আজ উন্নয়নের মডেল হিসেবে চিহ্নিত হয়েছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কায় ভোট দিতে হবে। নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি। ইতোমধ্যেই তিনি নির্বাচনী এলাকা জুড়ে নৌকায় ভোট চেয়ে পথসভা, উঠান বৈঠক ও মতবিনিময়সভা করে চলেছেন।

তিনি নিজেকে মনোনয়ন প্রত্যাশী দাবী করে নৌকাকে বিজয়ী করতে ব্যাপক জনমত সৃষ্টি করেছেন। দীর্ঘদিন ধরে তিনি উপজেলার ১৪টি ইউনিয়নের গ্রামে গ্রামে পাড়ায়-মহল্লায় নেতা-কর্মীসহ সাধারন মানুষের সঙ্গে সাক্ষাত করে গনসংযোগ অব্যাহত রেখেছেন।

শনিবার পর্যন্ত গত এক সপ্তাহে তিনি উপজেলার মৈনম ইউনিয়নের বালুডাঙ্গা বাজারসহ, গনেশপুর ইউনিয়নের সাতবাড়িয়া বাজার, উত্তর পারইল,সতিহাট, মান্দা ইউনিয়নের গোঁসাইপুর, কুসুম্বা ইউনিয়নসহ উপজেলার ১৪ ইউনিয়নে বিভিন্ন এলাকার তৃনমূল নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে গনসংযোগ, পথসভা এবং মতবিনিময় করেছেন।

এসময় তিনি সাধারন ভোটারদের কাছে সরকারের নজিরবিহীন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আসন্ন নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

তিনি হাটে-বাজারে, পাড়ায়-মহল্লায় সর্বস্তরের মানুষের কাছে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন বার্তা নিরলসভাবে পৌঁছে দিচ্ছেন। এছাড়া দলীয় সকল কর্মকান্ডে তার সম্পৃক্ততা লক্ষ্য করা গেছে।

(বিএম/এসপি/অক্টোবর ১৩, ২০১৮)